হোম » অপরাধ-দুর্নীতি » ডোমারে সড়ক দূর্ঘটনায় পলাতক ট্রাক্টর চালক ইব্রাহীম গ্রেফতার

ডোমারে সড়ক দূর্ঘটনায় পলাতক ট্রাক্টর চালক ইব্রাহীম গ্রেফতার

মোঃরিমন চৌধুরী,ডোমার(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডোমারে চাল ভর্তি ট্রাক্টর টলি ও অটো চার্জার ভ্যান সড়ক দূর্ঘটনায় পলাতক ট্রাক্টর চালক ইব্রাহীম(৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দূর্ঘটনার পর পরেই পালিয়ে যায় চালক। তাৎক্ষনিক ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবীর নেতৃত্বে পুলিশের কয়েকটি অভিযানিক টিম ১ ঘন্টা অভিযান চালিয়ে ট্রাক্টর চালক ইব্রাহীমকে আটক করে। ইব্রাহীম ঠাকুরগাঁও সদর উপজেলার চক হলদি এলাকার হাসেম উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে ইব্রাহীমকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, সোমবার(১আগস্ট) দুপুরে চাল বোঝাই একটি ট্রাক্টর টলি ঠাকুরগাঁও দুই ভাই অটো রাইস মিলের ২৬০ বস্তা চাল নিয়ে জলঢাকা যাওয়ার পথে ডোমার উপজেলাধীন নদীয়া পাড়ার নতুন মসজিদের কাছে পৌছলে ট্রাক্টরের স্কেল ভেঙ্গে গেলে অটো ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে করে ভ্যানের উপরে বসে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গেলে চালের বস্তা নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। নিহতরা হলেন উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া গ্রামের মৃত শুকারু মামুদের ছেলে আফসারুল ইসলাম (৪৫) ও অপর মৃত ব্যক্তি ডিমলা উপজেলার বড় সমজিদ এলাকার লেবু মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৫)। এঘটনায় রাতে নিহত আফসারুল ইসলাম’র বড় ভাই আনজারুল ইসলাম বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা করেন। ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মামলা ও ট্রাক্টর চালক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ইব্রাহীম কে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
error: Content is protected !!