হোম » অপরাধ-দুর্নীতি » মিরসরাইয়ে ওষুধ প্রশাসন চট্টগ্রাম এর অভিযান

মিরসরাইয়ে ওষুধ প্রশাসন চট্টগ্রাম এর অভিযান

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই : মিরসরাইয়ে ওষুধ প্রশাসন চট্টগ্রাম এর উদ্যোগে ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৯ অক্টোবর) সকালে মিরসরাই পৌরসদরে অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম ওষুধ প্রশাসন এর উপ-পরিচালক ড. মোঃ আকতার হোসেন। অভিযানে উপজেলা কোর্ট রোডে অবস্থিত আলিফ মেডিকেল হল ইউনিট-২ এর ড্রাগ লাইসেন্স না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে দোকানদারকে অবগত করা হয়। এছাড়া একটি মুদি দোকানে পাইকারি বিক্রয়ের উদ্ধেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ খাওয়ার স্যালাইন উদ্ধার করা হয়।
এসময় স্থানীয় ওষুধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ওষুধ প্রশাসন এর উপ-পরিচালক ড. মোঃ আকতার হোসেন, সততা ও নিয়ম অনুযায়ী ওষুধ ব্যবসা পরিচালনার মাধ্যমে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য উপস্থিত ব্যবসায়ী মহলকে সচেতন থাকার জন্য আহ্বান করেন। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Loading

error: Content is protected !!