এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধি. বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনয়নের ৪নং ওয়ার্ডের উপনির্বাচনে প্রাথীরা আচরণ বিধি লঙ্ঘন করেছে। ১৪ অক্টোবর ওই কেন্দ্র ভোট অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর রাতে সরেজমিনে গিয়ে দেখা যায় ৪জন প্রাথীরই আচরণ বিধি লঙ্ঘন লক্ষ করা যায়। তাদের নির্বাচনী পোষ্টার দেয়ালে গাছে লাগানো হয়েছে। নির্বাচনী গেজেট ২০১৬ প্রকাশিত আছে কোন প্রার্থী দেয়ালে বা গাছে পোষ্টার লাগাতে পারতে না।
৩৬ নং ধারায় উল্লেখ আছে আচরণ বিধি লঙ্ঘনের শাস্তি- কোন প্রার্থী বা তার পক্ষে দেয়াল বা গাছে পোষ্টার লাগালে অনধিক ১০ হাজার টাকা পরিমানা ও অনধিক ৬ মাসের কারাদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিধান রয়েছে। এতো সব বিধান থাকা স্বত্বের প্রার্থীরা নির্বাচনী কেন্দ্রের আশে পাশে গাছের সাথে ঘরের বেড়ার সাথে এমনকি বিদ্যূতিক মিটারের সাথেও পোষ্টার লাগিয়েছে।
আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩