হোম » সারাদেশ » চকরিয়াতে ইসলামিক লাইট এ্যাডুকেশন সেন্টারের বার্ষিক বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

চকরিয়াতে ইসলামিক লাইট এ্যাডুকেশন সেন্টারের বার্ষিক বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলার কাকারার সনামধন্য নূরানী প্রতিষ্ঠান ইসলামিক লাইট এ্যাডুকেশন সেন্টারের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
২০ নভেম্বর(সোমবার) সকাল ১০টায় মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাকারা তাজুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলাল উদ্দিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পিটিআইয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার মোহাম্মদ হোছাইন।
পরিচালনা কমিটির সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আলম,অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুন্নবী,অবসরপ্রাপ্ত শিক্ষক মাষ্টার মোহাম্মদ মূছা,বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হেদায়েত উল্লাহ । এতে আরো উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সহ-সভাপতি এইচ এম রুহুল কাদের, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ সম্পাদক হাফেজ মোয়াররেফ হোসেন। প্রধান শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল করিমের সার্বিক ব্যবস্থাপনায় সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০২৩সালের বিদায়ী শিক্ষার্থীরা হলেন, আব্দুল মো: রাইয়ান,তামজিদুল ইসলাম শিহাব,মোহাম্মদ সাবেতুল্লাহ,শফকতুল ইসলাম সামী,তৌহীদুল ইসলাম,মাহমোদ মাসরুর ইলমি,মোঃইয়ামিম,তাইফ মনোওয়ার,মোহাম্মদ আবদুল্লাহ,বায়েজিদ রহমান লুবাব,ওয়াকিবুল ইসলাম,সাইদুর রহমান সাজিদ,আহনাফ শাহারিয়া তাসকিন।ফাহিমা নুসরাত তাহী,আফরিন জান্নাত নিফা,জান্নাতুল মাওয়া রাহি,নাফিয়া মিজান রুহি,জারিন সুবাহ,সুরাইয়া জান্নাত সামীয়া,তাসলিমা জান্নাত,বুশরা বিনতে সাজ্জাদ,নাওয়ার জান্নাত,খদিজাতুল কুবরা,হুরে জান্নাত আয়েশা,শাওরিন জান্নাত ওসান,তাবাচ্ছুম সোলতানা সাফা,সুমাইয়া জান্নাত।
error: Content is protected !!