এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধি. বগুড়ার ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রবিবার সকালে দিবস উপলক্ষে র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে অগ্নি নির্বাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে ডিসপ্লে প্রদর্শন করে ধুনট ফায়ার ষ্টেশন। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জিনাত রেহানা।
উপজেলা পিআইও কর্মকর্তার আব্দুল আলীমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা উপসহকারী প্রকৌশলী এটিএম কাউছার আহম্মেদ, ধুনট ফায়ার ষ্টেশনের লিডার ইচানর্জ শামীম আহম্মেদ, উপজেলা কমিউনিটি পুলিশিং ফরামের যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, সদর ইউনিয়নের চেয়ারম্যান লাল মিয়া প্রমূখ।দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচানা শেষে দুর্যোগ প্রশমন দিবসের চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেন প্রধান অতিথি। এসময় উপজেলা স্কাউট শিক্ষার্থীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত