গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের বরমী বরকুল এলাকায় পাচঁ পা বিশিষ্ট দুম্বা শাবকের জন্ম হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরের দিকে বরমী বরকুল মোল্লাবাড়ী এলাকার সেইফ মিট ফার্মে শাবকটির জন্ম হয়। শাবকটি একটি পুরুষ দুম্বা শাবক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মোল্লাবাড়ীর এই ফার্মটিতে শাবক বাচ্চাটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছে।
সেইফমিট ফার্মের পরিচালকের ছোট ভাই আশরাফ মোল্লা জানান,বর্তমানে ফার্মটিতে ২৫০ টি দুম্বা রয়েছে। গত সোমবার একটি দুম্বা বাচ্চা প্রসব করে পরে বাচ্চাটি ভূমিষ্ট হবার পর দেখা যায় বাচ্চাটি অন্য বাচ্চাদের থেকে আলাদা, পরে কাছে গিয়ে দেখি এটি পাচঁ পা বিশিষ্ট একটি শাবক।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত