মিয়া রাকিবুল,আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মা ইলিশ রক্ষার্থে মধুমতি নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।শুক্রবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলার হেলেঞ্চা ঘাট থেকে পবনবেগ পর্যন্ত বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।পরে এগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান জানান, ‘কেউ সরকারের আইন অমান্য করে মা ইলিশ ধরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’ যেকোনো মূল্যে তারা সরকারের মা ইলিশ রক্ষা অভিযান সফল করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, ফরিদপুর জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আগামী ২২ অক্টোবর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩