এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধি. বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ৪নং ওর্য়াডের উপ-নির্বাচনের প্রচারণা শেষ মুর্হুতে জমে উঠেছে। আগামি ১৪ অক্টোবর ওই আসনে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্টিত হবে। শনিবার মধ্যে রাত থেকে নির্বাচনী প্রচারণা শেষ হবে। তাই দেখা দিয়েছে প্রার্থীদের ঝুলিতে ভোট সংগ্রহের শেষ চেষ্টা। এতে উজ্জল প্রাং (টিউবওয়েল), আব্দুল জলিল প্রাং (তালা), আব্দুল বারিক (মোরগ) ও মোজাহার আলী (ফুটবল) প্রতীক নিয়ে লড়ছেন। এলাকায় বয়বৃদ্ধ থেকে শুরু করে ছোট বড় সবার ভোটের আমেজ সৃষ্টি হয়েছে। ভোটারদের মাঝে নির্বাচনের দেখা দিয়ে প্রাণচঞ্চলতা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট কামনা করছে। এলাকায় ভোটারা যেন উৎসব মুখর পরিবেশে যেন ভোট দিতে পারে সেই প্রত্যাশা আশা করছে।
ওই এলাকার ভোটর নিতাই চন্দ্র সরকার জানান, ইউপি সদস্য মৃতুরবন করায় এখানে উপনির্বান অনুষ্ঠিত হচ্ছে। আমরা যেন শান্তির্পূণ্য পরিবেশে ভোট দিতে পারি এটাই চাই।পিয়ারা বেগম জানান, এলাকায় সৎ ও যোগ্য ব্যক্তিকে আমরা ভোট দিবো। যেন সে আমাদের এলাকার গরীব দুঃখি মানুষের সেবা করতে পারে ও এলাকার উন্নয়ন করতে পারে।
কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ফটিক জানান, ৪ নং ওয়ার্ডের উপনিবার্চন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থীরা শান্তিপূর্ন্যভাবে ভোটারদের কাছ থেকে ভোট চাইছে। উপনির্বাচন সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হবে।উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ জানান, ওই আসনে উপনির্বাচন সুষ্ঠ হওয়ার জন্য আইন শৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে। আগামী ১৩ তারিখে ভোটের সরঞ্জাম কেন্দ্রে পৌছানো হবে।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক