এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি : বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ এর হত্যার প্রতিবাদে ভৈরবে মোমবাতি প্রজ্জ্বণ করেছে ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। আজ ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর সভার গোল চত্বরের পাশে শহীদ মিনারের পাদদেশে তারা এই কর্মসূচী পালন করেন।একই দাবিতে বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড়ে ভৈরবের সর্বস্তরের সাধারন শিক্ষাথীদের আয়োজনে ঘন্টা ব্যপি মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। মানব বন্ধনে আবরার ফাহাদ এর হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন বক্তারা। পরে তার আত্মার মাগফিরাত কামনা দোয়া করা হয়।
বিশ্ব-বিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে শতাধিক শিক্ষার্থী হাতে মোমবাতি জ্বালিয়ে মেধাবী শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদ করে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এই কর্মসূচীর ভৈরবের বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া, পৌরসভার মেয়র, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ফখরুল আলম আক্কাছ, উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ।পরে শহীদ আবরার ফাহাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক