মারুফ বিল্লাহ রুবেল শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক কন্যা ও শিশু দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে সিডিও ইয়ুথ টিম, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও উপজেলা জনসংগঠন সমন্বয় কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় দিবসটি পালিত হয়। দিবসটি পালনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবরা মানববন্ধনে ‘কন্যা শিশুর যত্ন নিলে,সম্মান মর্যাদা উভয় মেলে’, লিঙ্গ বৈষম্য বন্ধ করো’ সহ বিভিন্ন স্লোগানে প্লাকার্ড প্রদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনসংঠন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান, সহযোগী কর্মসূচি কর্মকর্তা মারুফ হোসেন মিলন, যুব সংগঠক ফজলুল হক,মনিকা পাইক,এসএসটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাকসুদূর রহমান,সিডিও ইয়ুথ টিম সরকারি মহসিন কলেজ ইউনিট সভাপতি হাফিজুর রহমান,সদর ইউনিট সভাপতি হাবিবুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক এবং যুবতী, জনসংগঠনের নেতৃবৃন্দ এবং বারসিকের কর্মকর্তা বৃন্দ।মানবন্ধনে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ফেইথ ইন একশনের উপজেলা ব্যবস্থাপক স্টেভ রায় রুপন সহ প্রতিষ্ঠানের অন্যান্যরা সংহতি প্রকাশ করেন। |
শ্যামনগরে কন্যা ও শিশু দিবস উপলক্ষে মানববন্ধন

আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত