বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার কান্ডের ঘটনায় শোক র্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।অাজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগের দলীয় টেন্ট হতে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান ফটক প্রদক্ষিণ করে আবার টেন্টে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
শোক র্যালিতে ছাত্রলীগের কয়েক শতাধিক কর্মীরা অংশগ্রহণ করেন।এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা তৌকিক মাহফুজ মাসুদ,ফয়সাল সিদ্দীকি অারাফাত, ইকবাল, শাহ জালাল সোহাগ, শিহাব উদ্দিন , বিপুল , মাহিদুল, মোশারফ হোসেন নীল,ফজ্বলে হাসান রাব্বী, নুরুজ্জামান খান সাগর প্রমুখ।
আরও পড়ুন
ইবির অধীনে ফাযিল স্নাতক পরীক্ষার ফল প্রকাশ
হাওড় এলাকায় সেতু-কালভার্ট করার নির্দেশনা প্রধানমন্ত্রীর
বোরহানউদ্দনে নির্যাতনের শিকার সেই তানিশার পড়াশোনার দায়িত্ব নিলেন “জীবন মাহমুদ”