হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের হত্যাকাণ্ডে শোক প্রকাশ করে একটি র্যালি করেছে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা এবং সাধারণ সম্পাদক আব্দুলাহ বিন আহমেদ এর নেতৃত্বে এই শোক র্যালিটি অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শোক র্যালিটি শুরু হয়।
এ সময় র্যালিতে অংশ গ্রহণকারীদের হাতে অপরাধীর কোনো দল নাই, বাংলাদেশ ছাত্রলীগ হত্যার রাজনীতি সমর্থন করে না, আবরার হত্যাকারীদের সুষ্ঠু বিচার চাই ও বাংলাদেশ ছাত্রলীগে কোনো অপরাধীর স্থান নেই এমন প্ল্যাকার্ড দেখা যায়।এ ছাড়া শোক র্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রলীগের সদস্য কালো ব্যাজ পরিহিত অবস্থায় অংশগ্রহণ করেন।র্যালির শুরুতে ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা বলেন, হত্যাকারীদের বিচার দাবিতে এবং আবরারের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই শোক র্যালি পালন করছি। এমন কোনো ঘটনা যেন আর না ঘটে ও আর কোনো আবরার যেন হারিয়ে না যায় আমরা এ দাবিও করছি।
বিচারের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন দেখবে। আমরা আশা করি হত্যাকারীদের সুষ্ঠু বিচার হবে। ছাত্রলীগের ভিতরেও শুদ্ধি অভিযান চলছে।উক্ত শোক র্যালীতে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও পৌর ছাত্রলীগ শাখার সদস্যরা এই র্যালিতে অংশগ্রহণ করেন। এছাড়া র্যালিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। শোক র্যালিটি কলেজ বটমূল থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষেন করে। উলেখ্য রবিবার রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের একদল নেতাকর্মী। এরপর তাকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত