হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : ২৪০ পিস ইয়াবাসহ মো. আবু হানিফ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করেছে র্যাব-১২, সিপিএসসি সিরাজগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।সিরাজগঞ্জে ২৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সিপিএসসি সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. রুহুল আমিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন ৬২ মজিব সড়কের জান্নাহ কম্পিউটার এন্ড ডিজিটাল ষ্টুডিও এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে সদর উপজেলার পাঁচঠাকুরি গ্রামের মো. মোকাদ্দেস আলীর পুত্র মো. আবু হানিফ (২৩) কে ২৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।এছাড়া ১ টি মোবাইল, ১ টি সিমকার্ড ও নগদ ৩ হাজার ৮’শ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
সিরাজগঞ্জে র্যাব কর্তৃক মাদক ব্যবসায়ী আটক

আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক