হোম » সারাদেশ » জেলা সদরহাসপাতাল থেকে পালিয়ে ও শেস রক্ষা হলো না হাজতি রাশেদার

জেলা সদরহাসপাতাল থেকে পালিয়ে ও শেস রক্ষা হলো না হাজতি রাশেদার

কক্সবাজার প্রতিনিধি: পালিয়েও রক্ষা হলো না নারী হাজতি রাশেদার। অবশেষে আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে রাজাপালং উত্তর পুকুরিয়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে উখিয়া থানা পুলিশ।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ওই নারী হাজতির পালানোর খবর পেয়ে তাকে আটকে অভিযান শুরু হয় বুধবার থেকে। বৃহস্পতিবার তাকে আইনের আওতায় আনা হয়। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হবে।’
কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান বলেন, ‘গত মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইসময় প্রবল বাতাস ও বৃষ্টি হচ্ছিল। হাসপাতালেও বিদ্যুৎ আসা-যাওয়া করছিল। মহিলা ওয়ার্ডে রোগীর প্রচুর চাপ ছিল। সেই সুযোগে ওই নারী হাজতি কারারক্ষীদের ফাঁকি দিয়ে পালিয়ে যান। পালানোর পর তাকে ধরতে লোক লাগানো হয়। বৃহস্পতিবার সকালে উখিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
জানা যায়, রাশেদাকে উখিয়া থানার মামলা নং ৩৪ দন্ডবিধি ৩৬৫/৩৮৬/৩৪ এ গ্রেপ্তার করা হয়। রাশেদা মৃগীরোগে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যা ৭ টার দিকে ঘূর্ণিঝড় হামুন যখন তাণ্ডব চালাচ্ছিল সেই সুযোগে বাথরুমে যাওয়ার কথা বলে উপস্থিত দুইজন কারা রক্ষীকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। তাঁর হাজতি নং ৫৭১/২৩। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর পুকুরয়া এলাকার মৃত নজরুল ইসলাম মেয়ে।
error: Content is protected !!