আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁয় প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী , সেচ্ছাসেবক ও ছাত্রদলের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে নাশকতা ও পুলিশের কাজে বাঁধা দেয়ার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন পীরগঞ্জ উপজেলার ৫নং সৈয়দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইমরান আলী,ওই ইউনিয়নের সূর্য পুর গ্রামের জামায়াতের কর্মী জিয়ারুল, ৩নং খনগাঁ ইউনিয়ন ছাত্রদলের সদস্য আল আমীন। তাদের গ্রেপ্তারের বিষয়টি পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আসাদুজ্জামান বলেন, নাশকতা ও পুলিশের কাজে বাঁধা দেয়ার মামলায় ঠাকুরগাঁওয়ে বিএনপির ১৩ জন ও জামায়াতের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী
৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন দিল ইসি
নাতীকে বাঁচাতে গিয়ে পা বিচ্ছিন্ন হলো দাদার