আবুল হাশেম, রাজশাহী ব্যুরোচীফ : রাজশাহীর মোহনপুর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর ২০২৩ রোজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাক তাদের অগ্নি অ্যাওয়ারনেস, অ্যাকশান অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স অ্যান্ড গার্লস’ প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আয়েশা সিদ্দিকা ও প্রধান অথিতি জনাব মো: আব্দুস সালাম চেয়ারম্যান মোহনপুর, রাজশাহী সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মহিলা ভাইস চেয়ারম্যান, মডেল থানার পরিদর্শক (তদন্ত), মহিলা বিষয়ক কর্মকর্তা, সাংবাদিক, সভা পরিচালনা করেন মোঃ মিজানুর রহমান পারভেজ প্রকল্প কর্মকর্তা (ব্র্যাক- অগ্নি) প্রকল্পের সার্ভিক চিত্র তুলে ধরেন প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার ইজাজ আহমেদ চৌধুরী, সহযোগিতায় প্রকল্প সহকারী মিরাজুল ইসলাম প্রমুখ।
প্রকল্পটি মোহনপুর উপজেলায় নারীদের প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে ৫ টি স্কুলে ১০০০ শিক্ষার্থীকে, ৫ টি স্কুল পর্যায়ে যৌন হয়রানি কমিটি গঠন, কমিউনিটি পর্যায়ে অভিবাবক সভা, টি -স্টল মিটিং, সচেতনতার লক্ষে কাজ করছে।
আরও পড়ুন
হয়রানিসহ নারীদের কূপ্রস্তাব দেয় রাজশাহী শিক্ষা বোর্ডের জাহিদুর রহিম
শেরপুর মুক্ত দিবস উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নন্দীগ্রাম পৌরসভায় শুরু হতে যাচ্ছে ৯কোটি টাকা ব্যয়ে ৭৮টি নতুন উন্নয়ন প্রকল্পের কাজ