রায়হান আলীঃ বর্তমান সরকার ও উল্লাপাড়া উপজেলার নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বুধবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে উন্নয়ন শোভাযাত্রাটি পৌরশহরের গুলিস্থান মোড় থেকে বের হয়ে উপজেলার বোয়ালিয়া, হাটিকুমরুল, দবিরগঞ্জ, কুচিয়ামারা, গয়হাট্টা, কয়ড়া, মোহনপুর, রাজমান এলাকার প্রায় ৭০ কিলোমিটার পথ হয়ে সরকারি আকবর আলী কলেজ মাঠে এসে শেষ হয়। প্রায় দুই হাজার মোটরসাইকেল ও বেশ কয়েকটি ট্রাকে দলীয় নেতাকর্মী এবং সমর্থকরা এ শোভাযাত্রায় অংশ নেন।
সরকারি আকবর আলী কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম শাহ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রীবলী ইসলাম কবিতা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবারক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল মাহমুদ সরকার প্রমুখ।
আরও পড়ুন
কক্সবাজারে লোকালয়ে খাদ্যের সন্ধানে হাতির দল
ভৈরবে নানা অনিয়মের অভিযোগে সরকারী নিবন্ধনবিহীন সূর্য মাদকাক্ত নিরাময় কেন্দ্র কে সিলগালা
শেরপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ