রবিউল হাসান লায়ন : স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর ইজরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুর সদরের নান্দিনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার তৌহিদী জনতা।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় সদরের নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নান্দিনা বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী আবু ইউসুব ।
বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল, মুফতী মোবারক হোসাইন, মুফতী রবিউজ্জামান জিহাদ, মুফতী ইমরান হোসাইন, মুফতী আবুল হোসাইন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন মার্কিনীদের সহযোগিতায় ইজরাইল স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে শিশুসহ নিরিহ ফিলিস্তিদের হত্যা করছে। তারা এই সন্ত্রাসী ও নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের উপর ইজরায়েলি বর্বরোচিত হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান। এছাড়াও বক্তারা মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনকে পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালনা করার দাবী উত্থাপন করেন।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নান্দিনা বাজার, পশ্চিম বাজার, গরু হাটা রোড, কলেজ রোড, ব্র্যাক অফিস রোড ঘুরে পুনরায় সমাবেশস্থলে গিয়ে বিশেষ দোয়া মিলিত হয়। বাংলাদেশ ও ফিলিস্তিনসহ বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের উন্নতি ও শান্তি কামনায় এবং অন্যান্য সকল রাষ্ট্রে বসবাসকারী মুসলিমদের কল্যাণ কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন নান্দিনা ধানহাটা জামে মসজিদের খতিব মুফতি আবুল হোসাইন।
আরও পড়ুন
কক্সবাজারে লোকালয়ে খাদ্যের সন্ধানে হাতির দল
ভৈরবে নানা অনিয়মের অভিযোগে সরকারী নিবন্ধনবিহীন সূর্য মাদকাক্ত নিরাময় কেন্দ্র কে সিলগালা
শেরপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ