খুলনা প্রতিনিধি: খুলনায় গ্যাস সিলিন্ডারের মুখ খুলে গায়ে আগুন ধরিয়ে সুজলা বিশ্বাস (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে নগরীর ফরাজী পাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের বাড়ির ২য় তলার ভাড়া বাসার রান্না ঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুজলার স্বামী শ্যামল কুমার বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার তালা গ্রামে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন জানান, ঘরের দরজা আটকে গায়ে আগুন দেন সুজলা। স্থানীয় লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে গায়ের আগুন ও রুমের ভেতরের আগুন নিভিয়ে ফেলেন। তবে ঘটনাস্থলেই মারা যান সুজলা। ধারনা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
কক্সবাজারে লোকালয়ে খাদ্যের সন্ধানে হাতির দল
ভৈরবে নানা অনিয়মের অভিযোগে সরকারী নিবন্ধনবিহীন সূর্য মাদকাক্ত নিরাময় কেন্দ্র কে সিলগালা
শেরপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ