মোঃ জাহেদ বিন আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি: আজকের শিশু আনবে আলো,,বিশ্বটাকে রাখবে ভালো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯ পালন করা হয়েছে।সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে এবং জেলা প্রশাসকের সহযোগীতায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি শোভাযাত্রা বেড় হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান, আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান, আমিরুল ইসলাম ও শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামানসহ পঞ্চগড় শিশু একাডেমির শিশুবৃন্দ।এসময় বক্তরা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই প্রতিটি শিশুকে শিক্ষিত হতে হবে। সেই সাথে আলোচনা সভায় শিশুদের উদ্দ্যেশ্যে বিভিন্ন জ্ঞানমূলক কথা তুলে বক্তরা।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক