এম.এ. রাশেদ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুরে নয়মাইল বন্দরের উত্তরে বামুনিয়া মন্ডলপাড়া ঢাকা-বগুড়া মহাসড়কের পার্শ্ব হতে অজ্ঞাত ২টি গরু (গাভী ও বাছুর) উদ্ধার করেছে শাজাহানপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় লোকজন ওই স্থানে গরু দু’টি দেখে আড়িয়া ইউপি সদস্য আজিজুল হককে খবর দেয়।
ইউপি সদস্য বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ গরু উদ্ধার করে মেম্বারের জিম্মায় বামুনিয়া মন্ডলপাড়ার মৃত ছলিম উদ্দিনের পুত্র আনছার আলীর বাড়িতে রেখে দেন। এ বিষয়ে শাজাহানপুর থানার এসআই নুর ইসলাম জানান, উদ্ধারকৃত গরু আজিজুল মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। প্রকৃত মালিক সনাক্ত হলে প্রশাসনিকভাবে হস্তান্ত করা হবে।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত