আওয়াজ অনলাইন : ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির (সিসাস) সদস্য আব্দুল বাকীর উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংগঠনটির সভাপতি শাহনেওয়াজ দুলাল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি। আব্দুল বাকী ঢাকা রিপোর্টার্স ইউনিটিরও (ডিআরইউ) স্থায়ী সদস্য।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি লেকে কয়েকজন দুর্বৃত্ত বাকীর উপর অতর্কিত হামলা চালায়। তার কাঁধে থাকা ব্যাগ টান দিয়ে মাটিতে ফেলে দিয়ে তাকে মারধর করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়ে সিসাসের নেতারা বলেন, আব্দুল বাকী একজন পেশাদার সাংবাদিক। তিনি এসএ টেলিভিশনে স্পোটর্স রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। আর আমরা মনে করছি, পেশাগত (প্রতিবেদন করার জন্য) কারণেই আব্দুল বাকীর উপর এই হামলা করা হয়েছে।
সাংবাদিক নেতারা আব্দুল বাকীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।
/এইচ.
আরও পড়ুন
ব্যবস্থা না নেয়ায় শংকায় গ্রামবাসী বগুড়ার শেরপুর দেহ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে অভিযোগ
ভালুকায় অবৈধ সীসা ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ