মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সনাতনী সম্পাদায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন।
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার ক্ষতিগ্রস্ত ১০০ শত পরিবারের মাঝে নগদ ৫০০০ টাকা করে প্রদান করা হয়।
গতকাল ২৩ সেপ্টেম্বর দুপুরের চন্দনাইশ রামকৃষ্ণ মিশনের বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের সন্মানিত চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের মহাসচিব এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সহ মহাসচিব বিশ্বজিৎ পালিত, অর্থ সচিব জ্যোর্তিময় চৌধুরী, সাবেক চেয়ারম্যান প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, সাবেক চেয়ারম্যান দুলাল কান্তি মজুমদার, সাবেক মহাসচিব শ্যামল কুমার পালিত, ত্রাণ ও পূর্ণবাসন সচিব সুভাষ দাশ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়, সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি উৎপল রক্ষিত, হিন্দু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আশুতোষ সরকার, অজিত দাশ, অমিতাভ চৌধুরী টিটো, এডভোকেট সুমন দাশ, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিষ্ণুযশা চক্রবর্ত্তী, সদস্য সচিব কৃষ্ণ চক্রবর্ত্তী, দোহাজারী পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সত্যপদ তালুকদার বাবলা, সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন প্রমূখ।
আরও পড়ুন
কক্সবাজারে লোকালয়ে খাদ্যের সন্ধানে হাতির দল
ভৈরবে নানা অনিয়মের অভিযোগে সরকারী নিবন্ধনবিহীন সূর্য মাদকাক্ত নিরাময় কেন্দ্র কে সিলগালা
শেরপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ