নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় আদিবাসী নন্দীগ্রাম উপজেলা শাখার ইউনিয়ন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কমিটির নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি অমল মাহাতোর সভাপতিত্বে শনিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় নন্দীগ্রাম সতীশচন্দ্র কারিগরি স্কুল এন্ড কলেজে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা স্বরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো।
এতে আরো বক্তব্য রাখেন সতিশচন্দ্র কারিগরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক পরিতোষ চন্দ্র সরকার। বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা।
বিশেষ অতিথিদের মধ্য বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন জেলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র ঘোষ, শেরপুর উপজেলা আদিবাসী কমিটির সভাপতি কমল চন্দ্র সিং, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি সাব্বির হোসেন,
নন্দীগ্রাম উপজোলার বহুমুখী সমবায় সমিতির সভাপতি কানাই উরাও, সাধারণ সম্পাদক অজেন্দ্র রবিদাস প্রমুখ।
বক্তব্যকালে ১৫ দফার দাবি তুলে বক্তারা তাদের বক্তব্যে বলেন, আদিবাসীদের সাংবিধানিক অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসীদের নিজস্ব ভাষাগত অধিকার নিশ্চিত করন, আদিবাসীদের নিজস্ব বসবাসের এলাকা জায়গা থেকে উচ্ছেদ না করা, অবৈধভাবে দখলকৃত জমি ফিরিয়ে দেওয়া, দেশের বনাঞ্চল
থেকে আদিবাসীদের উচ্ছেদ না করা, আদিবাসী হিসাবে- সাংবিধানিক অধিকার, আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত, আদিবাসীদের জন্য পৃথক ও কার্যকর মন্ত্রণালয় গঠন, চাকরিতে কোটা বাড়ানো বাস্তবায়নের জোরদাবি জানান।
পরে কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা দ্বি-বার্ষিক সম্মেলনে অমল মাহাতোকে সভাপতি ও ফনি বর্মনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় আদিবাসী ইউনিয়নের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন
কক্সবাজারে লোকালয়ে খাদ্যের সন্ধানে হাতির দল
ভৈরবে নানা অনিয়মের অভিযোগে সরকারী নিবন্ধনবিহীন সূর্য মাদকাক্ত নিরাময় কেন্দ্র কে সিলগালা
শেরপুরে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ