আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মা কম্পিউটার দোকান মালিক আমির হোসেনের ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আমির হোসেন উঃ দলগ্রাম (কালভৈরব) এলাকার আতাউর রহমানের ছেলে। একই দিনে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যাঙ্গের হাট এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী বাবলু মিয়ার ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । বালু ব্যবসায়ী বাবলু মিয়া লিয়াকত আলীর ছেলে বলে জানা যায়।
বুধবার (০২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার কালভৈরব বাজার এলাকার মা কম্পিউটার নামে একটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাইদ।
সহকারী কমিশনার( ভূমি) আবু সাঈদ জানান,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই দোকানে ভিড় জমিয়ে মোবাইলের মেমোরিতে অশ্লীল ভিডিও চিত্র নেয়ার খবরের ভিত্তিতে মা কম্পিউটারে অভিযান চালানো হয়। এসময় ওই অশ্লীল ভিডিও চিত্র রেখে বিভিন্ন মোবাইলের মেমোরিতে লোড করে দেয়ার অপরাধে কম্পিউটার দোকান মালিক আমির হোসেনের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত