হোম » সারাদেশ » শেরপুরে ব্র্যাকের উদ্যোগে চক্ষুসেবা বিষয়ক অবহিতকরণ সভা

শেরপুরে ব্র্যাকের উদ্যোগে চক্ষুসেবা বিষয়ক অবহিতকরণ সভা

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে ব্র্যাকের উদ্যোগে জেলা সমন্বিত চক্ষুসেবা প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (ভিশন বাংলাদেশ) মো. রফিকুল ইসলাম।
মূল প্রবন্ধে বলা হয়, ‘জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচি’ প্রকল্পটি সাইটসেভার্সের অর্থায়নে পরিচালিত হচ্ছে। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে শেরপুর জেলা থেকে ছানিজনিত অন্ধত্ব দূর করা। এজন্য শেরপুরের পাঁচ উপজেলায় চক্ষুক্যাম্পের মাধ্যমে রোগী বাছাই করে গরিব রোগীদের বিনামূল্যে এবং স্বচ্ছল রোগীদের স্বল্পমূল্যে ব্র্যাকের উদ্যোগে ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে চোখের ছানি অপারেশন করা হয়।
অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রওশন রাকা। ওইসময় ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী, প্রকল্প সহকারী মো. বানসেদ আলীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
error: Content is protected !!