হোম » সারাদেশ » সরকারের উন্নয়ন র্বাতা ঘরে ঘরে পৌছে দিতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঠাকুরগাঁওয়ে নারীদের উঠান বৈঠক

সরকারের উন্নয়ন র্বাতা ঘরে ঘরে পৌছে দিতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ঠাকুরগাঁওয়ে নারীদের উঠান বৈঠক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ও সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌছে দেয়ার লক্ষ্যে “নৌকার তরে নারীকূলের আনন্দ উৎসব” এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নারীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আওয়ামীলীগ এর আয়োজনে শুক্রবার বিকেলে জেলার হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়ন রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: স্বাধীন এর সভাপতিত্বে জেলার ২ আসনের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ডাকসু সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোজাফ্ফর আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সোহরাব সোহরাব হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মলিন চন্দ্র বর্মণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
উঠান বৈঠকে অ্যাড. মোস্তাক আলম টুলু বলেন, “দেশে উন্নয়নের ধারা অব্যহতভাবে বজায় রাখতে হলে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। দেশ আজ অনেক এগিয়েছে। সামনে আরো এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবো আমরা।” তাই বর্তমান সরকারকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে উঠান বৈঠকে নারীদের কাছে আহবান জানান অ্যাড. মোস্তাক আলম টুলু।
error: Content is protected !!