সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহার পৌরসভার হঠাৎ পাড়া মহল্লায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পুকুরে পরিণত হয়। প্রভাবশালী মহল খালের মুখ ভরাট করে পাকা স্থাপনা তৈরি করার করনে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। তাই সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। ফলে বৃষ্টি হলেই মহল্লার রাস্তাগুলোর ওপর প্রায় হাটু পানি জমে যায়। এতে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। হঠাৎপাড়া মহল্লার বাসিন্দা লেমন মাহাবুব জানান, বাসায় পৌঁছাতে প্রতিদিন নোংড়া পানি অতিক্রম করতে হয়। এতে এ মহল্লার মানুষের ক্রমেই রোগ বালাই বৃদ্ধি পাচ্ছে।
বাসার সামনে ঢালাই রাস্তার ওপর পানি ওঠে জলাবদ্ধতার সৃষ্টির কারনে বাসায় পৌঁছা কঠিন হয়ে পড়েছে। এমন দশায় অনেকে বাধ্য হয়ে নিজেস্ব অর্থায়নে ইট কিনে রাস্তায় বিছিয়ে দিয়ে বাসায় যাওয়ার চেষ্টা করছেন। যাতে দূষিত পানি থেকে রক্ষা পাওয়া যায়। ওই মহল্লার আরেক বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, পৌরসভা থেকে মাত্র কয়েক মিটার দুরত্বে আমরা বসবাস করলেও একটু বৃষ্টি হলেই রাস্তা তলিয়ে পানি ঘরে চলে আসে। দিনের পর দিন এভাবে পানি জমে থাকলেও দেখার কেউ নেই ।
এব্যপারে কাউন্সিলর শাকিল আহম্মেদ বলেন, হঠাৎপাড়া একটু নিচু হওয়ায় সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের জন্য ভরাট হওয়া কার্লভাটের মুখগুলো খুলে দেয়ার জন্য চেষ্টা করে কোনো লাভ হয়নি। তাই নগর উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নতুন ড্রেন নির্মান করে বিপরিত দিক দিয়ে পানি নিষ্কাশনের জন্য পরিকল্পনা নেয়া হয়েছে।#
আরও পড়ুন
রাবির হলগুলোতে নৈরাজ্যের প্রতিবাদে অধ্যাপক ফরিদের প্রতীকী অনশন
ব্যবস্থা না নেয়ায় শংকায় গ্রামবাসী বগুড়ার শেরপুর দেহ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে অভিযোগ
ভালুকায় অবৈধ সীসা ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন