এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধি. বগুড়ার ধুনটে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় কন্যা শিশু দিবসের একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে পরিষদ সভা কক্ষে দিবসটিকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
কন্যা শিশুর অগ্রযাত্রা দেশের জন্য নতুন মাত্রা এ প্রতিপাদ্যকে সমনে রেখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম জিন্নাহ। এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত