বাবুল আহমেদ( কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি) কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পারভেজ হোসেন সরকার বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজ ৩০ সেপ্টেম্বর সোমবার কুমিল্লার সিনিয়র নির্বাচন অফিসার ও তিতাস উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাঃ জাহাঙ্গীর হোসেন তাকে নির্বাচিত ঘোষনা করেন।
নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ছাদেক হোসেন সরকারের প্রার্থীতা গত ২২ সেপ্টেম্বর বাতিল হওয়ায় পারভেজ হোসেন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তফসিল অনুযায়ী ২৯ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল এবং আগামী ২১ অক্টোবর সোমবার ছিল ভোট গ্রহনের তারিখ।
গত ১১ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের আদেশে, নির্বাচন পরিচালক-২ এর উপ-সচিব আতিয়ার রহমান তফসিল ঘোষনা করেন।
উল্লেখ্য পারভেজ হোসেন সরকার প্রথম উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আ: খালেক সরকারকে পরাজিত করে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, তিনি বর্তমানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ।
আরও পড়ুন
রাবির হলগুলোতে নৈরাজ্যের প্রতিবাদে অধ্যাপক ফরিদের প্রতীকী অনশন
ব্যবস্থা না নেয়ায় শংকায় গ্রামবাসী বগুড়ার শেরপুর দেহ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে অভিযোগ
ভালুকায় অবৈধ সীসা ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন