মোঃ জাহেদ বিন আল মাসুদ (পঞ্চগড় প্রতিনিধি) পঞ্চগড় সদর উপজেলার ৪ নং কামাত কাজল দিঘী ইউনিয়নের গলেহা বাজারের সামান্য পুর্ব দিকে গিয়ে পঞ্চগড়, টুনিরহাট পাঁকা রাস্তা থেকে উত্তর দিকে বোয়ালমারী জামেমসজিদ পর্যন্ত রাস্তাটি বেহাল দশা হয়ে পড়েছে। এই কাদা মাখা রাস্তাটি দিয়ে তিনটি প্রতিষ্ঠানের ছাত্র, ছাত্রীসহ প্রফেসার, শিক্ষকরা যাতায়েত করে থাকে। প্রতিষ্ঠান গুলো, গলেহা হাট ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা,বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী নুরানী তালিমুল কোরআন ও হাফেজীয়া মাদ্রাসা, ঘটবর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আবার এই রাস্তা দিয়ে গলেহা পাড়া, বোয়ালমারী,মাহান পাড়া,ঘটবর এর মানুষ গুলো চলাচল করে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে ।
এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় সহস্রধিক লোক যাতায়াত করে। মটরসাইকেল, সাইকেল ব্যাটারীচালিত অটোভ্যান, রিকশা, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল করে। এ রাস্তাটির বেহাল দশা থাকায় পণ্য সরবারহে ভাড়া লাগে দ্বিগুণ যা সাধারণ ক্রেতাদের ওপর বর্তায়। তাই টুনিরহাট রোটের পাঁকা রাস্তা থেকে বোয়ালমারী পর্যন্ত দুই কিঃ মিঃ এই রাস্তাটি পাকা না থাকায় বেহাল দশায় পড়ে রয়েছে। বৃষ্টির দিনে এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে সাধারণ মানুষ। এতে করে সাধারণ মানুষদের গন্তব্যে পৌছাতে সময় লাগে বেশি। রাস্তাটি খারাপ থাকায় অনেক সময় মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়া, অনেক কষ্ট হয় বলে সাধারন মানুষেরা জানান। অনেক ছাত্র, ছাত্রী আছে যারা বোয়ালমারী থেকে গলেহা দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে এই রাস্তা দিয়ে যাতায়েত করে।
মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্র আশরাফ, জাকির গলেহা স্কুলের লাবনী, নুরানী মাদ্রাসার, রোহান, হাবিবা,কামুন এবং এলাকাবাসীর পক্ষে, আলহাজ্ব মোঃ জরিফ উদ্দীন, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ ছাইদুর রহমান, মোঃ মকছেদ, মোঃ মুক্তার, মোঃ সেলিম, মোঃ হাবিবুর, মোঃ আতাউর সহ অনেকেই জানান, বৃষ্টির দিনে রাস্তাটি কর্দমাক্ত হয়ে অটোরিকশা রাস্তা তো দুরের কথা খালি পায়ে হেঁটে চলাই দুস্কর হয়ে পড়ে। তাই আমাদের দাবি রাস্তাটি দ্রুত পাকা করা হোক। মাননীয় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন ,আলহাজ্ব মজাহারুল হক প্রধান এমপি(পঞ্চগড় ১),জেলা পরিষদ চেয়ারম্যান, আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট,উপজেলা চেয়ারম্যান, মোঃ আমিরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক সহ সবার প্রতি এই রাস্তাটি পাঁকাকরন করার লক্ষ্যে সুদৃষ্টি কামনা করছি এবং কতৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। চলবে—
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত