মোঃ জাহেদ বিন আল মাসুদ(পঞ্চগড় প্রতিনিধি) পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে পৃথক ঘটনায় পানিতে ডুবে একই ইউনিয়নের দুই শিশু নিহত হয়েছে। নিহত তাসিম (০৪) ও ১৩ মাস বয়সী জান্নাতুল ফেরদৌস।তাসিম সদর উপজেলা চাকলাহাট ইউনিয়নের ডোলোপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং জান্নাতুল ফেরদৌস বকশিপাড়া এলাকার রিয়াজুল ইসলামের মেয়ে।পারিবারিক সূত্রে জানা যায়, তাসিমকে সকাল থেকে খুজে পাওয়া যাচ্ছিলনা,অনেক খুজাখুজির এক পর্যায়ে বেলা ১২ টার দিকে বাড়ির পার্শ্বের পুকুরের ধারে তার পড়নের প্যান্ট পড়ে থাকতে দেখে এবং পুকুরে শিশু তাসিমের মৃতদেহটি ভাসতে দেখলে তার পরিবারের লোকজন মৃত দেহটি উদ্ধার করে। অপরদিকে জান্নাতুল ফেরদৌসেরও মৃতদেহ বাড়ির পার্শ্বের পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে পরিবারের লোকজন।চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছন
পঞ্চগড়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত