কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে আসন্ন দূর্গাপূজা ২০১৯ উপলক্ষে আইন- শৃঙ্খলা রক্ষার্থে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর নাগরপুর থানা পুলিশ এ সমন্বয় সভার আয়োজন করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) আলম চাঁদ। জনাব আলম বলেন,নাগরপুরে আসন্ন শারদীয় দূর্গাপূজাকে আনন্দমুখর পরিবেশে ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।প্রতিমা তৈরি,পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন সহ দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ থেকে দায়িত্ব পালন করবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর থানার (ওসি) তদন্ত গোলাম মোস্তফা মন্ডল,সেকেন্ড অফিসার এস.আই ইদ্রিস, এস. আই সাইফুদ্দিন মাহমুদ,এস. আই মামুন মৃধা,উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক বাবু লক্ষ্মী – কান্ত- সাহা, সম্পাদক নীরেন্দ্র নাথ পোদ্দার,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর,আনোয়ার হোসেন,মতিয়ার রহমান এবং বিভিন্ন ইউনিয়নের পূজারীবৃন্দ।
আরও পড়ুন
লালমনিরহাটে চাঁদাবাজির মামলায় গ্রেফতার ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন
ইবির অধীনে ফাযিল স্নাতক পরীক্ষার ফল প্রকাশ
হাওড় এলাকায় সেতু-কালভার্ট করার নির্দেশনা প্রধানমন্ত্রীর