এম.এ রাশেদ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয়ের আয়োজনে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হি অফিসার রাজিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, সহকারি কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার। উল্লেখ্য উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক ২০০ কৃষকের মাঝে ৫ কেজি মাসকালাই , ডিএমপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন
ঠাকুরগাঁও রুহিয়ায় এলসিএস নারী কর্মী নিয়োগ
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ