কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়ন সহ ৩টি ইউনিয়নে উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন চলেছে।কোন রকম বিরতি ছাড়াই সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোট গ্রহন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে শেষ করতে সকল প্রস্তুতি গ্রহন করেছে প্রশাসন। কয়েকটি ভোটকেন্দ্র পর্যবেক্ষন করে দেখা যায়,ভোটাররা শান্তিপূর্ণ ও আনন্দের সাথে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে।উপজেলার তিনটি ইউনিয়নের মধ্যে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদে শুধু চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছে।
চেয়ারম্যান পদে এ কে এম কামরুজ্জামান মনি (নৌকা), মো. রফিজ উদ্দিন (টেবিল ফ্যান), মোহাম্মদ ফরহাদ হোসেন ডেভিড (অটো রিক্সা),মোঃ ময়নাল মিয়া( আনারস),মো.আ.মাজীদ (রজনী গন্ধা), মো. আবুল কালাম মনজুর মোর্শেদ (চশমা), মোহাম্মদ বুলবুল মিয়া (ঘোড়া),ওয়ালী(টেলিফোন) এবং হামিদুল ইসলাম (মোটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করেছেন।
অন্যদিকে, মোকনা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাধারন সদস্য (মেম্বার) পদে সামছুল আলম (তালাচাবি) ও মো. মাজেদুল ইসলাম (মোরগ) প্রতীক নিয়ে লড়ছে।গয়হাটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনে মুনমুন (সূর্যমূখী ফুল) ও মোছা: সাফিয়া ইউসুফ (জিরাফ) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করেছে।উপনির্বাচন বিষয়ে রিটার্নিং অফিসার আব্দুল বাতেন বলেন,তিন ইউপির উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।কোথায় কোন বিশৃংখলার খবর পাওয়া যায় নি।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধন : ডোমার উপজেলা পরিষদ হলরুমে বড়পর্দায় সরাসরি সম্প্রচার
দাগনভূঞায় প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
জীবননগর গোয়ালপাড়ার নাজমুল ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক