হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদরে একই দিনে ছয় স্কুলছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। প্রথমে বিকাল ৪ টায় সিরাজগঞ্জ সদরের পৌরসভার রানীগ্রামে সপ্তম শ্রেণীর ছাত্রী চুমকী খাতুন (১৩), বিকাল ৫ টায় খোকশাবাড়ী ইউনিয়নের ব্রাক্ষণ বয়ড়া গ্রামে দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ মিম খাতুন (১৬), সন্ধ্যা ৭ টায় রতনকান্দি ইউনিয়নের গোবিন্দ পোটল গ্রামে অষ্টম শ্রেনীর ছাত্রী নুসরাত খাতুন (১৩), রাত ৮ টায় রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে দশম শ্রেণীর ছাত্রী লুবনা ইসলাম (১৫), রাত ৯ টায় ছোনগাছা ইউনিয়নের পারপাচিল গ্রামে অষ্টম শ্রেনীর ছাত্রী লিজা খাতুন (১৩) এবং রাত ১০ টায় শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রী মোছাঃ রিমা খাতুন (১৩) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।
আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। ছয়টি বাল্যবিবাহে কনের অপ্রাপ্তবয়স্ক এবং একটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক। বাল্যবিবাহগুলো বন্ধ করে সর্বমোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রত্যেক প্রযোজ্য ক্ষেত্রে কনের বাবা ও বরের বাবার কাছ থেকে কনে ও বর প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, নূরে এলাহী ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩