হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় পিকআপের চালক ও সহকারীসহ তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত১০ জন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাটিকুরুল-বগুড়ামহাসড়কের রায়গঞ্জের দাথিয়াদিগর নামক স্থানে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একতা পরিবহনের সাথে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও সহকারী নিহত হয়। আহত হয় বাসের ১০ যাত্রি।
ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানাগেছে। অন্যদিকে বুধবার রাতে একই মহাসড়কের হাটিকুমরুল বাসষ্টান্ড এলাকায় বাসের নিচে চাপা পড়ে লতিফ নামে এক টিকিট চেকার নিহত হয়েছে। রায়গঞ্জ থানার অফিসার ইনজার্চ পিএন সরকার ও হাটিকুমরুল হাইওয়েথানার অফিসার ইনচার্জ মোঃ আকতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকারকরেছেন।
আরও পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পস বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও ক্লাস আনুষ্ঠানিক ভাবে শুরু
পীরগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
কুবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত