উল্লেখ্য যে,বিগত ৩১ মার্চ তিতাস উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন ভোটকেন্দ্রে নানা অনিয়মের অভিযোগে ভোটের দিন বেলা ৩টায় নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন । পরবর্তীতে অনিয়ম তদন্তে নির্বাচন কমিশন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনে করে । উক্ত কমিটি ২৯ ও ৩০ এপ্রিল গণশুনানীতে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় গতকাল সন্ধ্যায় নতুন করে তফসিল ঘোষণা করা হয়।
আগের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার এবং বিদ্রোহী প্রার্থী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের সদস্য পারভেজ হোসেন সরকার। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইফুল আলম মুরাদ ও কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ ফকিরসহ মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী ছিলেন । বিগত নির্বাচনের আওয়ামীলীগ প্রার্থী শাহিনুল ইসলাম সোহেল সিকদার হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে জেল হাজতে আছেন ।
আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩