শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ধানের জমিতে বিষ দিতে গিয়ে আব্দুল মজিদ নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মজিদ (৫৫) শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত নবির প্রামাণিকের ছেলে।এলাকাবাসী জানান, কৃষক মজিদ সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে তার নিজের জমিতে মেশিন দিয়ে বিষ প্রয়োগ করেন। এ সময় সে অসুস্থ হয়ে পড়েলে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা অবনতি হলে সেখান থেকে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়ার শেরপুরে জমিতে বিষ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩