উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া সড়াতলা গ্রামের রিতুমনি(২) ও চকপাড়া এলংজানী গ্রামের শাকিলা খাতুন (৮) নামের ২ শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে ।মঙ্গলবার সকাল ৯ টায় বাড়ির পার্শ্বে নদীর পানিতে খেলতে গিয়ে পানিতে ডুবে রিতুমনির মৃত্যু হয় ।সে উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া সড়াতলা গ্রামের রিপনের মেয়ে ।
অপর দিকে সোমবার বিকেলে বাড়ির পার্শ্বের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শাকিলা খাতুনের মৃত্যু হয় । সে মোহনপুর ইউনিয়নের এলোংজানি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে । শাকিলার বাবা শফিকুল জানান, ঘটনার সময় তার বাড়িতে শাকিলার ফুফুর বিয়ের অনুষ্ঠান চলছিল। এসময় শাকিলা পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। পরে খবর পেয়ে শাকিলার লাশ উদ্ধার করা হয়। পরিবারে নেমে আসে শোকের ছায়া।
আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩