আবদুল করিম,লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ইয়াসমিন আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়।রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে একইদিন সকালে উপজেলার চুনতি বড় মিয়াজি পাড়ার নিজ শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূ একই এলাকার সাইফুল্লাহ ফারুকীর স্ত্রী এবং মাওলানা শহিদুল্লা মিয়াজির পুত্রবধু।তার বাপের বাড়ি বড়হাতিয়া মিয়াজি পাড়ার নুরুল কবিরের মেয়ে।সে দুই মেয়ে এবং এক ছেলে সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানা যায় ঘটনারদিন সকালে ইয়াসমিন ভাত রান্না করতে গেলে সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শরীরে আগুন লেগে যায় তখন তার চিৎকার চেচামেচিতে পরিবারের সবাই এগিয়ে গেলেও ততক্ষণ তার পুরো শরীর ঝলসে যায়।আশঙ্কাজনক পরিস্থিতি চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলেও দুপুর সাড়ে তিনটার দিকে মারা যায়। এ ঘটনায় চিকিৎসকের তথ্যমতে তার শরীরের ৯৭ ভাগ ঝলছে যাওয়াই তার মৃত্যু হয়।
আরও পড়ুন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ
২ জুলাই থেকে ইবির ছুটি শুরু, ৩০ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ
বগুড়ার গাবতলীতে দুই গ্রুপে মারপিট ও বাড়ি ঘর ভাঙচুর মহিলাসহ আহত- ১৬