এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ঢাকা-সিলেট মহাসড়কের লক্ষীপুর জান্নাত রেস্টুরেন্টের সামনে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে। নিহত পুলিশ সদসস্যের নাম ইব্রাহিম মিয়া। পুলিশ জানায়, জেলা পুলিশ লাইন থেকে এক মাসের জন্য ভৈরবে দু’টি রেলওয়ে সেতু নিরপত্তায় নিয়োজিত ছিলেন নিহত ইব্রাহিম মিয়া। আজ বিকেলে কর্মস্থল থেকে মোটরসাইকেলের জন্য পাম্পে জ্বালানী তেল আনতে যান তিনি। তেল নিয়ে ফেরার পথে জান্নাত রেস্টুরেন্টের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা সুপার নামে একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে শহরের প্রাইভেট হাসপাতাল আবেদীনে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা নিয়ে যাবার পথে নরসিংদী অতিক্রম করার সময় পুলিশ সদস্য ইব্রাহিম মিয়া মারা যান।নিহতের পরিবারের সদস্যরা জানায়, মাত্র দু’বছর আগে নিহত ইব্রাহিম মিয়া পুলিশ বাহিনীতে কন্সটেবল হিসেবে যোগ দেয়। তিনি অবিবাহিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, নিহত পুলিশ সদস্য ইব্রাহিমের বাড়ী পাশের জেলা নরসিংদীর রায়পুরা উপজেলার চর মরজাল গ্রামে। তার বাবার নাম মানু মিয়া। তাছাড়া এ ঘটনায় ঘাতক বাস চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ
২ জুলাই থেকে ইবির ছুটি শুরু, ৩০ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ
বগুড়ার গাবতলীতে দুই গ্রুপে মারপিট ও বাড়ি ঘর ভাঙচুর মহিলাসহ আহত- ১৬