লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়ায় ঋণগ্রস্ত একব্যক্তি গলায় ফাঁস দিয়ে এক দিনমজুর আত্মহত্যা করেছেন। নিহত দিন মজুর ওয়াহেদ(২৬) পুটিবিলা হাফেজ পাড়ার দক্ষিণ পার্শ্বের এলাকার আবুল কাসেমের পুত্র।৩ সেপ্টেম্বর (মঙ্গলবার)উপজেলার পুটিবিলা ইউনিয়নের ডলু খালপাড়স্থ একটি বাগানে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের বিষয়টি পুটিবিলা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান সুজিত বড়ুয়া কাজল নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল সাড়ে ৪টায় পুটিবিলা ইউনিয়নের ইব্রাহীম মৌলভীর বাগানে একটি বাঁশের সঙ্গে বাঁধা রশিতে ওয়াহেদকে ঝুলতে দেখে এক যুবক। তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ বেলালের নেতৃত্বে একটি পুলিশি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।নিহত ওয়াহেদের ভাই শাহজাহান জানান,তার ভাই বেশি ঋণগ্রস্ত ছিল।যার কারণে ঘটনার দিন সকালে সবার অজান্তে ইব্রাহীম মৌলভীর বাগানে বাঁশের সাথে গলায় শার্ট পেঁচিয়ে আত্নহত্যা করেছে বলেও তিনি জানান।
আরও পড়ুন
ব্যবস্থা না নেয়ায় শংকায় গ্রামবাসী বগুড়ার শেরপুর দেহ ও মাদক ব্যবসা বন্ধের দাবিতে অভিযোগ
ভালুকায় অবৈধ সীসা ফ্যাক্টরী বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ