সোহেল মিয়া : মঙ্গলবার দুপুরে যে ৩টি পৌরসভার নির্বাচনের তফছিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি তার একটি হচ্ছে নবীনগর পৌরসভা। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,আগামী ১৪ ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীনগর পৌরসভার নির্বাচন।মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার, বাছাই ১৫ সেপ্টেম্বর রবিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর রবিবার। প্রথম শ্রেণির নবীনগর পৌরসভার ১৬.৯০ বর্গ-কিলোমিটার এলাকার ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৯২টি বুথ কক্ষ থাকবে। এ নির্বাচনে মোট ৩৫,৪৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৭,৩৭২ জন ও মহিলা ভোটার ১৮,০৯৬ জন।
উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল হাসান জানান, এই প্রথম নবীনগর পৌরসভা নির্বাচনে সব গুলো কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে। তিনি আরও জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে। আশা করছি অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন নবীনগর পৌরবাসীকে উপহার দিতে পারব। ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় পৌরসভার বাসিন্দাদের মধ্যে আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে।
আরও পড়ুন
ইবির অধীনে ফাযিল স্নাতক পরীক্ষার ফল প্রকাশ
হাওড় এলাকায় সেতু-কালভার্ট করার নির্দেশনা প্রধানমন্ত্রীর
বোরহানউদ্দনে নির্যাতনের শিকার সেই তানিশার পড়াশোনার দায়িত্ব নিলেন “জীবন মাহমুদ”