চাটখিল থেকে মনির হোসেন সোহেল ( চাটখিল প্রতিনিধি) : প্রতিবন্ধী যুবতীকে (২১) শ্লীলতাহানির অভিযোগে এক ইউ পি সদস্য জুয়েল পাটোয়ারি কে আটক করে চাটখিল থানা পুলিশ। ঘটনা টি ঘটেছে চাটখিল উপজেলার পাচগাও ইউনিয়নের ভারই পাড়া গ্রামে।
চাটখিল উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোরুল ইসলামের ঘটনা সম্পর্কে জানান। গত ১ লা সেপ্টেম্বর রবিবার সন্ধা ৭ টায় ইউ পি সদস্য জুয়েল পাটোয়ারি প্রতিবন্ধী যুবতীর ঘরে ডুকে জোর করে শারীরিক নির্যাতন করার চেষ্টা করে। প্রতিবন্ধী যুবতীর মা বাহির থেকে এসে চিতকার করলে ইউ পি সদস্য জুয়েল পাটোায়ারি পালিয়ে যায়।
তিনি আরও জানান, সোমবার ইউ পি সদস্য জুয়েল পাটোয়ারির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মঙ্গল বারে অভিযান চালিয়ে রাতে তাকে পাচগাও থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আরও ৪ টি মামলা রয়েছে বলে জানা যায়। আটক জুয়েল পাটোয়ারি পাচগাও ইউনিয়নের ভারই পাড়া গ্রামের রাসেদ পাটোয়ারির ছেলে। সে ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।
আরও পড়ুন
মির্জাগঞ্জে পুত্রবধূ কর্তৃক বৃদ্ধা শ্বাশুড়িকে নির্যাতনের অভিযোগ
২ জুলাই থেকে ইবির ছুটি শুরু, ৩০ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ
বগুড়ার গাবতলীতে দুই গ্রুপে মারপিট ও বাড়ি ঘর ভাঙচুর মহিলাসহ আহত- ১৬