বাবুল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে গোমতী নদীতে গোসল করতে গিয়ে অনিক (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।গতকাল ০১/০৯/ ২০১৯ ইং ( রোববার) দুপুর আনুমানিক ২ ঘটিকায় তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের গোমতী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় অনিক । সে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের হরিপুর গ্রামের মহিউদ্দিন এর ছেলে এবং হরিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ।
স্থানীয় সুত্রে জানা যায় গতকাল দুপুরে প্রচন্ড গরমের কারণে অনিক বাড়ির পাশে গোমতী নদীতে বন্ধুদের সাথে গোসল করতে যায় । গোসল করার এক পর্যায়ে অনিক সাঁতার প্রতিযোগিতা করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকেই তাকে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে ।
রাত অবধি কোন সন্ধ্যান না পেয়ে তিতাস থানায় একটি জিডি করা হয় । জিডি নং ২৬ তারিখ ০১/০৯/২০১৯ ইং । আজ সকালে গোমতি নদীতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার লাশ উদ্ধার করে । তবে নিহত পরিবারের দাবী পরিকল্পিত ভাবে অনিককে হত্যা করা হয়েছে। এদিকে খবর পেয়ে তিতাস থানা পুলিশ কিশোর অনিকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়।
অনিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
আরও পড়ুন
যশোরের চৌগাছায় ইয়াবা সহ মাদক বিক্রেতা আটক
গাসিক ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম শুরু
ধুনটে বিদ্যুতের খুঁটি সাথে বেঁধে গ্রাম পুলিশকে মারপিট,অভিযোগে গ্রেফতার ৩