হোম » সারাদেশ » হরিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

হরিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

জসীমউদ্দীন ইতি হরিপুর, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ মানে লাল সবুজের সমারোহ যখন শিমুল পলাশ গাছে গাছ ফুটে বাতাসে  হাতছানি দিয়ে ডাকে সকল শহীদের আর্তনাদ চিৎকার আমরা নিজের জীবন দিয়ে দেশ স্বাধীন করছি, কিন্তু আজও আমার বুকে অসংখ্য জালিম, রাজাকার আলবদর আলশামস ঘুরে বেড়ায়। ১৯৭১ সাল   ২৫শে মার্চ সেই ভয়াল রাতে কথা আজও ভুলতে পারনি বাঙ্গালী জাতি।  পশ্চিম পাকিস্তানের হানাদার পশুরা এদেশের  রাজাকার আলবদর আলশামস বাহিনীর  সহযোগিতায় নির্মম ভাবে হত্যা করে এদেশের নিরঅস্ত্র ঘুমন্ত বাঙ্গালীদের।
এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫শে মার্চ মধ্য রাতে কামারপুকুর বধ্যভুমিতে সকল শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করা হয়। আজ রবিবার ২৬শে মার্চ সকাল ১০টার সময় হরিপুর উপজেলায় প্রশাসনের উদ্যেগে হরিপুর উপজেলা অডিটোরিয়াম হল রুমে সকল বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাআহত বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তি যোদ্ধাদের পরিবারের সদস্যের প্রতি শ্রদ্ধা ও সংবর্ধনার  আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো:দবিরুল ইসলাম এমপি,উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক,  ভাইস চেয়ারম্যান ও দৈনিক আমাদের হরিপুর প্রত্রিকার প্রকাশক আব্দুল কাইয়ুম পুষ্প, মোতাহারা পারভীন সুমি, বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল,  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  এস,এম আলমগীরসহ উপস্থিত ছিলেন বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মী সহ সুধী সমাজের গন্যমান্য ব্যাক্তি বর্গ এবং সকল প্রিন্ট ইলেকট্রনিকস মাল্টিমিডিয়ার সাংবাদিক বৃন্দ।
error: Content is protected !!