হোম » সারাদেশ » নবীনগরে শিখন ঘাটতি দূরীকরণে শিক্ষা উপকরণ বিতরণ

নবীনগরে শিখন ঘাটতি দূরীকরণে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ সোহেল মিয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ০১, ০২, ০৩, ০৪, ০৫ নং ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূরীকরণ, উপস্থিতিবৃদ্ধি, পড়ালেখার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে বিদ্যাকুট পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে স্কুলের অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যাকুট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, বিদ্যাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকারুল হক, সহকারি উপজেলা শিক্ষা অফিসার শিউলী কর, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যাকুট পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ঈশা খান।
আলোচনা পর্ব শেষে বিদ্যাকুট ইউনিয়নের ০১, ০২, ০৩, ০৪, ০৫ নং ওয়ার্ডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়, শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, প্রাক প্রাথমিক শ্রেনীর শিক্ষার্থীদের টেবিল, ডিজিটাল ঘড়ি।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক বিদ্যাকুট জামিয়া ইসলামিয়া নাজিরিয়া ও এতিমখানা মাদ্রাসায় উপস্থিত থেকে কিতাব বিতরণ করেন।
error: Content is protected !!