হোম » সারাদেশ » হাতীবান্ধায় গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হাতীবান্ধায় গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিজানুর রহমানঃ হাটি হাটি পা-পা করে ছয় বছর অতিক্রম করে সাত বছরে পদার্পণ করলো দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা। সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে ঢাকা অফিস ও সারাদেশের সাথে তাল মিলিয়ে উত্তরাঞ্চলের লালমনিরহাটের হাতীবান্ধাতেও পালিত হয়েছে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।
রোববার (১৯ মার্চ) বিকেলে উপজেলার রিপোর্টার্স ক্লাব হলরুমে কেক কেটে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সপ্তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়।
হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আলতাফ হোসেন সুমন, সিনিয়র সাংবাদিক কাজী আলতাব হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, নিউজটুয়েন্টিফোর এবং জাগোনিউজ২৪ এর জেলা প্রতিনিধি রবিউল হাসান, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন খান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহিম, আমাদের সময়’র উপজেলা প্রতিনিধি নুরনবী সরকার, অনলাইন নিউজ পোর্টাল রংপুর টাইমস এর সহ-প্রকাশক ও রিপোর্টার্স ক্লাবের তথ্য সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।
এসময় হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি লুৎফর রহমান, হাতীবান্ধা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং আলোকিত বাংলাদেশ পত্রিকার হাতীবান্ধা প্রতিনিধি কাজী শাহ আলম, নিউজপি ডট লাইভের প্রধান শাহিনুর ইসলাম প্রান্ত, দৈনিক সকালের ডাক’র হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি মোবারক হোসেন, একাত্তরপোষ্টের উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মুন, নিউজপি ডট লাইভের প্রতিনিধি মাজহারুল রিফাত উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অনুভূতি প্রকাশ করে গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান বলেন, শুরু থেকেই গণমানুষের আওয়াজ পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ করে আসছি। প্রতিবছরের মতো এবারো প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
 
 
 
     
error: Content is protected !!