মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের সাবেক সীট মহল কমিউনিটি সেন্টারে এপেক্স ক্লাব অব গোল্ডেন জুবিলী, এপেক্স ক্লাব অব সৈয়দপুর ও এপেক্স ক্লাব অব জাহাঙ্গীরনগর এর উদ্যোগে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের সাবেক সীটমহল কমিউনিটি সেন্টারে এপেক্স ক্লাব অব গোল্ডেন জুবিলী, এপেক্স ক্লাব অব সৈয়দপুর ও এপেক্স ক্লাব অব জাহাঙ্গীরনগর এর উদ্যোগে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এসময় এপেক্স ক্লাব অব হাতীবান্ধা এর প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উক্ত ফ্রি চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন ৯ নং গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা, এপে আরিফিন সাজ্জাদ সোহাগ, এপে নাসিম আহমেদ, এপে মিথুন কারনায়েন সহ এপেক্স ক্লাব অব গোল্ডেন জুবিলী এপেক্স ক্লাব অব সৈয়দপুর ও এপেক্স ক্লাব অব জাহাঙ্গীরনগরের সদস্যগণ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন
বগুড়ায় ছুরিকাঘাতে দুই যুবক হাসপাতালে
বগুড়ায় এক যুবককে ছুরিকাহত : কিশোর আটক
মুক্তিযোদ্ধাদের চাপে পড়ে নিজের অপর্কম ঢাকতে বক্তব্য প্রত্যাহর করলেন ভুয়া বি সি এস ক্যাডার বকুল।